শিরোনাম
২৮ জুলাই, ২০২২ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব মেহরীন যারীন তাসনিম এর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর শাহবাগ এলাকায় "নিউ ভাগ্যকুল বিক্রমপুর সুইটস ", "আনন্দ সুইটস" এবং "দাদা মুসলিম সুইটস" বেকারি
বিস্তারিত
২৮ জুলাই, ২০২২ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার জনাব মেহরীন যারীন তাসনিম এর নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর শাহবাগ এলাকায় "নিউ ভাগ্যকুল বিক্রমপুর সুইটস ", "আনন্দ সুইটস" এবং "দাদা মুসলিম সুইটস" বেকারি মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে খাদ্যপন্যে লেবেলিং, মোড়কীকরণ, মিস্টি জাতীয় খাবার এর উৎপাদন পদ্ধতিসহ খাদ্য নিরাপদতার বিষয়গুলো ধাপে ধাপে পর্যবেক্ষণ করা হয়। পরিদর্শনকালে কর্তৃপক্ষকে খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ সংরক্ষণ ও বেকারিজাতীয় পন্যের নিরাপদতা রক্ষায় করনীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।
এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব নুসরাত জাহান, নমুনা সংগ্রহ সহকারী এবং অফিস সহায়ক মোতাইমিনা বেগম ।
এছাড়াও নিরাপদ খাদ্য আইন-২০১৩ সম্বলিত বুকলেট ও পোস্টার বিতরণ করা হয়।